Aagomoni - Invoking of the Goddess




আগমনী 
আকাশের নীলিমায়
আজ শরতের আভাস।
ছোট ছোট শেতাম্বর পুষ্পদল
শর্বরীর শোভা বারিয়ে
এখন ধরায় পতিত - তবুও বাতাসে সে ছড়াচ্ছে
হালকা প্রান তৃপ্ত করা সুবাস ।
রুপ নারায়ণ নিজের মনে ব​য়ে চলেছে,
ঝোড়ো হাওয়ার তালে তাল মিলিয়ে
উশকো খুশকো কাশের দল গা এলিয়ে দিয়েছে ;
সবার যেন একি বুলি -
"মা আসছেন ।"

আজ ভোরের আকাশবাণীও
সেই বার্তাই পৌঁছে দিল আমার কাছে -
আরো এক বার ।
বীরেন্দ্র্কৃষ্ণ ভদ্র্র গগণভেদী কন্ঠ যখন বাঙালীর বাতায়ন হতে বেরিয়ে
পৃথিবীর দালানে পৌঁছে দিল
আগমনী বার্তা ,
যখন পটু পাড়ায়ে শিল্প হস্তে হলো দেবীর চক্খু দান ,
মনের মাঝে সেই ছোট্ট মেয়েটা যেন ব​ড় আবদার করে বলে উঠল ;
"আর তো মটে সাত দিন । "

শুভ মহালয়া ॥ 


P.S. : Please excuse minor spelling mistakes in the article. These were caused as typing Bengali online is still not a smooth process. Enjoy this Mahalaya special article. Pujo is here people!! :D

Comments

Post a Comment

Popular Posts